প্রতিনিধি ১৮ মে ২০২১ , ১০:৪৭:২৫ অনলাইন সংস্করণ
ফিলিস্তিনকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিতে সেখানে ইসরাইল পরিকল্পিত হত্যাযজ্ঞ চালাচ্ছে বলে দাবি করেছে ইরান।
তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে গাজা উপত্যকায় ইসরাইলি হামলার কিছু ধ্বংসলীলার ছবি প্রকাশ করে নিজের ওই প্রতিক্রিয়া জানান।
জারিফ বলেন, আমেরিকার অস্ত্র ও বোমা নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে। তার ওপর মার্কিন সরকার আরও ৭৩ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ‘নিখুঁত’ ক্ষেপণাস্ত্র তেলআবিবকে দিচ্ছে, যাতে ইসরাইল আরও বেশি করে ফিলিস্তিনি শিশুকে নিখুঁতভাবে হত্যা করতে পারে।
জারিফ আরও লিখেছেন, একই সময়ে মার্কিন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ইসরাইলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবটিও পাস হতে দিচ্ছে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, বিশ্ববাসী ইসরাইল ও তার সমর্থকদের কদার্য চেহারা চিনে রাখছে।
মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট ইসরাইলের কাছে আমেরিকার নতুন করে অস্ত্র বিক্রি করার খবর দেওয়ার পর জারিফ এ প্রতিক্রিয়া জানান।
মার্কিন দৈনিকটি সোমবার জানিয়েছে, গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডবের মধ্যেই ইহুদিবাদী ইসরাইলের কাছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এমন ৭৩ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করেছে আমেরিকা।