প্রতিনিধি ১৭ মে ২০২১ , ৯:৫৭:৩৩ অনলাইন সংস্করণ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটের ৩নং দিঘীরপার পূর্ব ইউপির জয়ফৌদ গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র নিজাম উদ্দিন (৪৪) এর বাড়ীর পশ্চিম সীমানার উপর দিয়ে গত শনিবার রাত অনুমান সাড়ে ১১টায় একই গ্রামের মৃত বশির উদ্দিনের পুত্র এনাম আহমদের নেতৃত্বে স্থানীয় ১২/১৪ জন লোক জোরপূর্বক মাটি ফেলিয়া রাস্তা নির্মাণ করার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নিরীহ নিজাম উদ্দিন তার জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণে বাধা প্রদান করলে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ী ভাবে লাঠি-সোটা দিয়া পিটাইয়া ও কিল ঘুষি মারিয়া তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন নিজাম উদ্দিনকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় নিরীহ নিজাম উদ্দিন কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউপির জয়ফৌদ গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র নিজাম উদ্দিন একজন নিরীহ প্রকৃতির লোক। তিনি স্থানীয় সড়কের বাজারের একজন ব্যবসায়ী। গত শনিবার রাত অনুমান সাড়ে ১১টায় তিনি তার ব্যবসায়ী কাজ শেষে বাড়িতে গিয়ে দেখেন একই গ্রামের মৃত বশির উদ্দিনের পুত্র এনাম আহমদ (২৩) নেতৃত্বে একই গ্রামের সুনাম উদ্দিন (৩৫), কুটি হুনা (৪৫) আব্দুর রহিম (৪২) নুর উদ্দিন (৫৫) কটু মিয়া (৫২) বাবুল আহমদ (২২) পারুল আহমদ (২০) রুবেল আহমদ (২১) সুহেল আহমদ (১৯) জসিম উদ্দিন (৩০) গং লোকজন পরিকল্পিত ভাবে নিজাম উদ্দিনের বাড়ীর পশ্চিম সীমানার উপর দিয়ে জোরপূর্বক মাটি ফেলিয়া রাস্তা নির্মাণ করার চেষ্টা করে। এতে তিনি বাধা প্রদান করলে তাকে তারা এলোপাতাড়ী ভাবে মারধর করে গুরুতর জখন করেছে নিজাম উদ্দিন তার অভিযোগে উল্লেখ করেছেন।
এবিষয়ে আলাপকালে নিজাম উদ্দিন বলেন, ঘটনার সময় এনাম আহমদ গংরা তাকে মারপিট করার পর তার বসত বাড়ীর দরজা, জানালা ও ঘরের চালে লাঠি-সোটা দিয়ে ভাংচুর করে। এতে তিনি বহু টাকার ক্ষতিগ্রস্থ হয়েছেন। এছাড়া তার পকেট থেকে নগদ আরো প্রায় ১০ হাজার টাকা নিয়ে গেছেন তারা। এঘটনায় এলাকার মুরব্বীয়ানদের কাছে বিচার না পেয়ে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান নিজাম উদ্দিন।