• দিবস উদযাপন

    আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস

      ভাটি বাংলা ডেস্কঃ  ১৭ মে ২০২১ , ৮:৩০:৪৪ অনলাইন সংস্করণ

    আজ ১৭ মে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ প্রবাস জীবন শেষে ১৯৮১ সালের এই দিনে তিনি বাংলার মাটিতে পা রাখেন।
    ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান।
    এরপর তারা দীর্ঘ ছয় বছর বিদেশেই কাটান। ১৯৮১ সালে আওয়ামী লীগের সম্মেলনে দলের সভাপতির দায়িত্ব পাওয়ার পর দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

    গতকাল এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের যথাযোগ্য মর্যাদায় দলীয় সভাপতির স্বদেশ ফেরার দিনটি উদযাপনের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশের জনগণের প্রতি আহবান জানান।

    আরও খবর

    Sponsered content