প্রতিনিধি ১৫ মে ২০২১ , ৮:০১:৪৮ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন থেকে গরু চুরি করে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামে বিক্রির উদ্দেশ্যে আত্মীয় বাড়িতে রাখলে বিষয়টি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী মিলে তাদেরকে ধরে বেধে রেখে দিরাই থানা পুলিশ কে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত অবহিত হয়ে জগন্নাথপুর কলকলিয়া ইউনিয়নের বোরমপুর গ্রামের মিলন মিয়া ও লিটন মিয়াকে গ্রেফতার করে এবং চুরির গরু সহ চোরদের সহায়তার অভিযোগে তাদের আত্মীয় উমেদ নগর গ্রামের নুর উদ্দিনের ছেলে আবু কায়ের প্রকাশ বাদশা মিয়াকেও গ্রেফতার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম দৈনিক ভাটি বাংলা ডটকম কে বলেন গ্রেফতারকৃত ৩ আসামিকে জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Notifications