• গ্রেফতার/আটক

    হেফাজতের বিরুদ্ধে হাটহাজারীতে সহিংসতার মামলায় দিরাই’র মাও হেলাল গ্রেপ্তার

      প্রতিনিধি ১৫ মে ২০২১ , ৯:১৪:২৯ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ ২৬ মার্চ চট্রগ্রামের হাটহাজারীতে আন্দোলনের সময় সহিসংতার ঘটনায় হাটহাজারী থানায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড় কাপন গ্রামে নামাজে যাওয়ার পথে হাটহাজারী নূরানী মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার দুপুরে১২-৫০ মিঃ  নিজ গ্রাম বড়কাপন থেকে মাওলানা হেলালকে গ্রেফতার করেছে দিরাই থানার পুলিশ। তিনি ওই গ্রামের হানদু মিয়ার ছেলে ও হাট হাজারীর নুরানী মাদরাসার শিক্ষক। দিরাই থানা পুলিশ জানায়, কয়েকদিন ধরে বাড়িতেই অবস্থান করছিলেন মাও হেলাল। গোপন সংবাদের ভিত্তিতে দিরাই সার্কেল এএসপি আবু সুফিয়ান ও দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানের নেতৃত্বে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, মাওলানা হেলাল কে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, তার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় মামলা রয়েছে। ওই থানায় তাকে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    গ্রেফতারকৃত মাওলানা হেলালের ছোট ভাই এসপি অফিসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন পুলিশ ইতিমধ্যেই তাকে হাটহাজারী থানায় পাঠিয়ে দিয়েছেন।

    আরও খবর

    Sponsered content