• লিড

    তাহিরপুর বাসীকে হাজী এম.এ ইউনুস আলী’র ঈদ শুভেচ্ছা

      প্রতিনিধি ১৩ মে ২০২১ , ৪:৫৪:২৪ অনলাইন সংস্করণ

    শফিকুল ইসলাম স্বাধীন, বিশেষ প্রতিনিধিঃ  সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন সাদের কলা গ্রামের হাজী এম,এ ইউনুস আলী তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করতেছেন

    উনি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন
    ঈদ মানে আনন্দ খুশি উৎসব ঈদ জামাত কোলাহল কৌশলাদি”বৈশ্বিক মহামারী সবই যেন— এরপর ও আমার বিশ্বাস ভাতৃত্ববোধ,ধনী-গরীবের সহমর্মিতা ঈমান ও আমল অনেক মজবুদ হয়েছে।

    প্রতিটা মুহুর্ত এক একটি অজানা সংবাদ নিয়ে আসে,খুশি বিনিময় করার আগেই ভেংগে যায়।ঈদুল ফিতরের মহাত্ব যেন,সবার জীবনে দান করেন আল-আযীযু ! ফলপ্রসূ ঘরে ঘরে আনন্দ শান্তি, আশা ও প্রত্যয় জাগুক যে সবাই মিলে এই দুর্যোগ ও দুঃসময় পেরিয়ে আবার সুস্থ, স্বাভাবিক, কর্মচঞ্চল জীবন ফিরে পাই।

    আর-রাহমানু,আর-রাহীমু,আস্-সালামু,আল-মালেকু,আমাদের সবাই কে সুস্হ্ রাখেন,কোভিড-১৯ আসমানে উটাইয়া নেন।
    সতর্ক থাকুন,ঘরে থাকুন,পরিবার পরিজনকে সুস্হ রাখুন।

    উনার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়
    ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের জনসাধারণের কাছেতে।

    হাজী এম,এ ইউনুস আলী প্রতি বছরের মতো এবছরও ৭টি গ্রামের ১৫০০ পরিবারকে (২৮ রমজান) ১১ই মে নগদ ৫০০/= টাকা করে সহায়তা ধান করেন এবং
    ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন বাসীর প্রাণের দাবি আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকে দেখতে চাই।

    আরও খবর

    Sponsered content