• লিড

    উত্তর নলুয়া বায়তুন নূর জামে মসজিদে বিশেষ দোয়া ও ইতিকাফ কারিদের উপহার প্রদান

      প্রতিনিধি ১২ মে ২০২১ , ৫:৫৮:৩৬ অনলাইন সংস্করণ

    মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ আজ এই বৎসরের পবিত্র রমজান মাসের শেষ তারাবি অর্থাৎ ৩০ তম তারাবি নামাজ হিসেবে নামাজ শেষে “উত্তর নলুয়া চৌরাস্তা সামাজিক বায়তুন নূর জামে মসজিদে” তারাবির নামাজ শেষে সকল মুসল্লীগণের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের পবিত্র ইতিকাফ কারিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। বিশেষ করে ১০ দিন ইতিকাফ কারিদের জন্য দোয়া, মৃত ব্যক্তিদের রুহের জন্য, করোনা পরিস্থিতির মুক্তি, পবিত্র ঈদ উদযাপন ও সকলের সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।

    এসময়ে মসজিদের সম্মানিত সভাপতি মোঃ আল-আমীন হোসেন উজ্জ্বল (এডভোকেট) তার সংক্ষিপ্ত মুল্যবান নসিহত মুলক বক্তব্য পেশ করেন। মসজিদের দ্রুত উন্নয়নের আশাবাদ ব্যাক্ত করে ৩ জন ইতিকাফ কারির নিজ হাতে উপহার বিতরন করেন। এছাড়াও উক্ত সময়ে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারী মোঃ বাচ্চু প্রধানীয়া, সহ সভাপতি মোঃ আবুল দেওয়ান ও প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)। আরো ছিলেন, মসজিদের ভুমি দাতা সদস্যগণ ও অত্র মসজিদের মুসল্লীগণ।

    0Shares

    আরও খবর

    Sponsered content