প্রচ্ছদ » ত্রাণ বিতরণ » জগন্নাথপুরে প্রবাসীদের অর্থায়নে হত-দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ
জগন্নাথপুরে প্রবাসীদের অর্থায়নে হত-দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ
প্রতিনিধি
১২ মে ২০২১ , ২:৪১:৫৯
অনলাইন
সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মোঃ শিপলু মিয়া ও শিব্বির মিয়ার অর্থায়নে হত-দরিদ্র ১০০( এক শত) জন মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন সাদিপুর গ্রাম নিবাসী কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মোঃ কলেন মিয়ার ভাই যুক্তরাজ্য প্রবাসী মোঃ শিপলু মিয়া ও মোঃ শিব্বির মিয়ার অর্থায়নে সাদিপুর গ্রাম এর হত-দরিদ্র ১০০(এক শত) জন মানুষের মধ্যে গতকাল দিবাগত রাতে বাড়ী বাড়ী গিয়ে বস্ত্র বিতরণ করেছেন সাবেক মেম্বার মোঃ কনেল মিয়া ও আলী।
Houmayun Kobir, আজ 7:19 PM -এ-এ পাঠিয়েছেন
আরও খবর
Sponsered content