• গ্রেফতার/আটক

    বালুচরে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার-১

      প্রতিনিধি ১১ মে ২০২১ , ৭:১৪:৫১ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ শাহপরান থানাধীন বালুচর এলাকা থেকে চুরি হওয়া মোটর সাইকেলটি জগন্নাথপুরের নন্দী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। সেই সাথে গ্রেফতার করা হয়েছে মোটর সাইকেল চোর চক্রের নন্দীগ্রামের রাসেল মিয়া নামের ১ সদস্যকে। আটক হওয়া ব্যক্তি নন্দী গ্রামের গৌছ আলীর ছেলে। জানা যায়, গত ৫ মে সকাল ৭টা ১৫ মিনিটের সময় সিলেটের বালুচর থেকে (সিলেট মেট্রো-ল-১১-৩৮৩৬) মোটর সাইকেল চুরি হয়। পরে মোটর সাইকেলের প্রকৃত মালিক শাহপরান (রহ.) থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর মোটর সাইকেল উদ্ধারে পুলিশ তৎপর হয়। ৮ মে জগন্নাথপুর থানার সহযোগিতায় শাহপরান থানার এসআই ইবাদ উল্লাহ এর নেতৃত্বে অভিযান চালিয়ে জগন্নাথপুর থানার নন্দীগ্রামে রাত দেড়টার দিকে আটক হওয়া ব্যক্তির চাচার বাড়ি থেকে মোটর সাইকেলটি উদ্ধার করেন। এব্যাপারে শাহপরান (রহ.) থানার এসআই ইবাদ উল্লাহ জানান, অভিযোগ পাওয়ার পর থেকে আমরা মোটর সাইকেল উদ্ধারে তৎপর হই। পরে সিসিটিভির ফুটেজ এবং মোবাইল ট্রাকিং এর মাধ্যমে চুরকে গ্রেফতার করে তার দেওয়া তথ্য মতে মোটর সাইকেলটি উদ্ধার করি।

    আরও খবর

    Sponsered content