• মানববন্ধন

    সুনামগঞ্জে সানি সরকার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত

      প্রতিনিধি ৭ মে ২০২১ , ১:৪৮:২৮ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় আলোচিত “সানি সরকারকে” হত্যাকান্ডের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার দুপুরে সুনামগঞ্জে হিন্দু যুব পরিষদে ও হিন্দু ছাত্র পরিষদ ও বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের যৌথ উদ্যোগে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
    বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অমর চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সাংঠনিক সম্পাদক সেন্টু রঞ্জন করের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক রিটন দাস, সহ-সভাপতি অরুণ দাস, সহ-সভাপতি বাদল দাস, সহ-সভাপতি সুদীপ চক্রবর্তী রিন্টু, সিনিয়র সাধারণ সম্পাদক সংকর বর্মন, সহ-সাধারণ সম্পাদক রণধীর দাস, বিপ্লব দাস, সহ-সাংঠনিক সম্পাদক অরুপ মজুমদার, মহিলা সদস্য রিমি রাণী বিশ্বাস, কাশী মন্ডল, মুক্তা বর্মন, রিমা দাস, লক্ষী। বাংলাদেশ হিন্দু ছত্র পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক লিপ্টু কুমার দাস, যুগ্ম-আহ্বায়ক চম্পক পাল।
    বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংগের প্রতিষ্ঠাতা সভাপতি হিমাদ্রী রায় প্রান্ত, সাংঠনিক সম্পাদক সুবল সরকার। বাংলাদেশ হিন্দু যুব পরিষদ দিরাই উপজেলা শাখার সভাপতি লিটন সুত্রধর, সাধারণ সম্পাদক মিন্টু তালুকদার দীপু, দীপন চন্দ। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রথি চন্দ্র কর, সজীব দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
    এসময় মানববন্ধনে নেতৃবৃন্দরা, ছাতকে আলোচিত সানি হত্যা কান্ডের সাথে জড়িত সকল দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন এবং অবিলম্বে প্রেপ্তারের মাধ্যমে শাস্তির বিধান করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

    0Shares

    আরও খবর

    Sponsered content