• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী “ইসকন্দর” গাঁজা সহ গ্রেপ্তার

      প্রতিনিধি ২ মে ২০২১ , ৪:৫৬:৫৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর মাদক ব্যবসায়ী ইসকন্দর আলী(৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ১ লা মে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি গ্রাম নিবাসী মৃত মোঃ রুস্তম আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ ইসকন্দর আলী (৫৫)কে ৬০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেন। তাকে ২ রা মে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
    গ্রেপ্তার এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মোঃ রফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী ইসকন্দর আলী (৫৫) কে ৬০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে ২ রা মে আদালতে প্রেরন করা হয়। বিজ্ঞ আদালত তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন।

    আরও খবর

    Sponsered content