প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০১৯ , ১:১২:১০ অনলাইন সংস্করণ
#বিজ্ঞাপন
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে ১৪ ই ডিসেম্বর শনিবার সকাল উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত ও হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভিনের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া , উপজেলা পরিষের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল হক, জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সায়খূল ইসলাম ও সিনিয়র সাংবাদিক শংকর রায়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, গীতা পাঠ করেন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রমিতা বনিক জয়া। এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করা হয়।