• সুনামগঞ্জ

    দিরাইয়ে ছেলের হাতে বৃদ্ধ পিতা-মাতা লাঞ্চিত, থানায় অভিযোগ দায়ের

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২১ , ৯:৫৯:২৫ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে বৃদ্ধ পিতা- মাতাকে মারপিট করে ঘর থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে, নিরোপায় হয়ে থানায় অভিযোগ করেন বৃদ্ধ পিতা হরিলাল দাস। জানা যায়, চান্দপুর গ্রামের হরিলাল দাস ও তাঁর স্ত্রী কে দীর্ঘ দিন ধরে জ্বালাতন করে আসছে তাঁর বেপরোয়া ছেলে বিন্দু দাস ও তাঁর স্ত্রী মিনতী রানী দাস। বৃদ্ধ বাবা ও বৃদ্ধা মাতার অভিযোগ, ছেলে ও ছেলের বউ আমাদের বরণ পোষণ এবং দেখাশোনার দায়িত্ব পালন না করে উল্টো আমাদের সাথে সবসময়ই খারাপ আচরণে অভ্যস্হ্য হয়ে উঠে, আমরা মুখখুলে কিছু বলতে গেলে নেমে আসে আমাদের উপর অমানবিক নির্যাতন। এভাবে লেগেই থাকে আমাদের সাথে। একপর্যায়ে গত মঙ্গলবার একটা ছোট্ট কথা কে কেন্দ্র করে ছেলে ও তাঁর বউ আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আমি তার মুখের ভাষা সংযত রাখার কথা বললে সে ও তার বউ মিলে আমাদের উভয়জনকে মারপিট শুরু করে, আমাকে ঘার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আমার চিৎকার শুনে লোকজন এসে তার হাত থেকে আমাকে নিরাপদে নিয়ে যায়।

    বেপরোওয়া ছেলে বিন্দু দাসের বড় ভাই হিরন দাস বলেন আমরা চার ভাই। বিন্দু , ভাইদের মধ্যে তৃতীয়, আমরা ছাড়াও তার বদ মেজাজ আর খারাপ আচরণ সম্পর্কে অনেকেই অবগত আছেন, আমরা অনেকবার চেষ্টা করেছি তাকে ভালো হয়ে চলাফেরা করে জীবন যাপন করার কিন্তুু সে আমি আমার বাবা সহ পরিবারের কাউকেই তোয়াক্কা করেনা। তার উগ্রতার কারণে আমার ভাই অরুন দাস ও টুটুল দাস ঘর ছাড়া হয়ে অন্যত্র বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। হিরন দাস আরো জানান একবার নয় বার বার সে আমাদের সাথে এরকম খারাপ আচরণ করে আসছে, একবার একঘটনায় উপজেলা পরিষদে সালিশ থেকে বিন্দু দাসকে বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত দিলে বিন্দু দাস বাড়ি না ছেড়ে উল্টো তার বসত বাড়িতে থেকেই মা বাবা ভাইসহ সবার সাথে বাজে আচরন করে আসছে। ঘটনাটির বাদী হয়ে পিতা হরিলাল দাস গত ২০/০৪/২০২১ ইং দিরাই থানায় অভিযোগ দায়ের করেন।

    আরও খবর

    Sponsered content