প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২১ , ৭:৫২:০৬ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব: রুহিয়ায় বিয়ের সামাজিক স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্হান। জানা যায়, আটোয়ারী উপজেলা রাধানগর গ্রামের সহদেব অধিকারীর মেয়ে অতিথি অধিকারী রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নের দানোভিটা গ্রামের সমেশ চন্দ্র বর্মনের ছেলে গনেশ চন্দ্র বর্মন(২১) এর সাথে ২২এপ্রিল বৃহস্পতিবার ঠাকুরগাঁও কোর্ট এ বিবাহ হয়। যার এফিডেভিট ফরম নং খগ ৭২৪৯১৩৬/৭২৪৯১৩৭. সিরিয়াল নং ২৪২৬/২১. ও তারিখ ২২/৪/২০২১ইং।
এ বিষয়ে এলাকাবাসি জানান, গতকাল দুপুরে গনেশ এর বাসায় অতিথি অধিকারী অবস্থান করেন।
অতিথি অধিকারী জানান, গনেশ এর সাথে আমার দীর্ঘ ৬/৭মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। তার সাথে আমার শারীরিক সম্পর্ক ও হয়েছে। তাই আমি আমার ভাল মন্দ বুঝেই স্বেচ্ছায় গনেশকে বিয়ে করেছি। আমার বিয়ের কথা আমার বাবাকে জানালে তিনি বলেন বাসায় চলে এসো আমরা মেনে নেব। আমার ঠিকানা পেয়েই আমার বাবা ও মা কিছু মানুষকে এনে আমার স্বামীর উপর নির্যাতন চালায় এবং জোর পূর্বক আমাকে তুলে নিয়ে যায়। আমি চিৎকার করলে এলাকাবাসি ছুটে আসে। তাদের ভয়ানক রুপ ধারণের জন্য আমি ও আমার স্বামীর জীবন নিরাপত্তার জন্য অন্য জায়গায় পালিয়ে যাই। গনেশ বলেন, আমার শ্বশুর ও শাশুরী রাত্রে আমাদের বাসায় এসে আমাদের উপর হামলা চালায়।
এ বিষয়ে সহদেব অধিকারী জানান, আমার মেয়ের কোন বিয়ে হয়নি, তাই আমি আমার মেয়েকে নিতে এসেছি।
এ বিষয়ে ১৪নং রাজাগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড দানোভিটা গ্রামের ইউপি সদস্য অজিত কুমার বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ের পরিবার থেকে তার মা বাবা সহ কিছু মানুষ এসেছিল মেয়েকে নিতে। তারা ছেলের পরিবারের উপর হামলা করেছে বলে আমি মেয়ে না যেতে চাইলে তার পরিবার পুলিশ প্রশাসনের সাহায্যে নেয়।
১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারুল ইসলাম এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাইনা।
এবিষয়ে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় এর নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নিব।