• লিড

    দিরাইয়ে আইপিএলকে ঘিরে রমরমা জুয়া বানিজ্য, নিঃস্ব হচ্ছে যুবসমাজ

      প্রতিনিধি ২১ এপ্রিল ২০২১ , ২:৪২:৫৩ অনলাইন সংস্করণ

    মো. বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি: ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নিয়ে দিরাই উপজেলার সর্বত্র চলছে জমজমাট জুয়া বাণিজ্য। খেলা চলাকালে জুয়ার নেশায় মেতে উঠেছে স্কুল কলেজের শিক্ষার্থী, বেকার যুবক, রিক্সা-ভ্যান চালক, গাড়ীর স্টাফ, দোকান কর্মচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন। খেলাটি ভারতের বিভিন্ন স্টেডিয়ামে হলেও দিরাইয়ের বিভিন্ন পাড়া-মহল্লার চায়ের দোকান, অফিস, বাসা-বাড়ি এমনকি যেখানেই টিভি সেখানেই চলছে বাজিধরা।

    এছাড়া স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে বেট৩৬৫ নামের ওয়েবসাইটের মাধ্যমে দেশে-বিদেশের বাজিকরদের সাথেও বাজি ধরে থাকেন এখানকার উঠতি বয়সী স্কুল কলেজগামী ছাত্ররা। ফলে এসব জুয়াড়িরা অনেকটাই থেকে যাচ্ছে প্রশাসনের ধরা-ছোঁয়ার বাইরে। মোবাইল ও ইন্টারনেট টিভি দেখে সহপাঠিদের সাথে ফোন, হোয়াটস্আপ, ইমু ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে খেলার হারা-জেতার উপর বিভিন্ন অংকের টাকা বাজি ধরা হয়। কোন খেলোয়াড় বেশি রান করবে, কোন বোলার বেশি উইকেট পাবে, কোন ব্যাটস্ম্যান বেশি ছক্কা মারবে, কে বেশি চার মারবে, কোন বলে চার বা ছয় হবে এসবের উপর প্রতি মুহুর্তেই চলছে বাজিধরা। এভাবে উপজেলার প্রতিটি হাট-বাজার ও প্রত্যন্ত গ্রামাঞ্চল ক্রিকেট জুয়ায় ভাসছে। ফলে ক্রিকেট জুয়ার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছে শিক্ষার্থীসহ যুবসমাজ। খেলা শুরু হওয়ার পর থেকে এই বাজি ১শ’ থেকে শুরু হয়ে কয়েক লাখ টাকা পর্যন্ত ধরা হচ্ছে। কেবল ম্যাচে হারজিত নিয়েই বাজি নয়, প্রতি ওভারে ওভারে এমনকি বলে বলে বাজি ধরছেন ছোট-বড় বাজিকররা। এতে করে প্রতিদিনই প্রায় অর্থকোটি টাকা হাতিয়ে নিচ্ছে বাজিকরের দল। জানা যায়, ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত উপজেলার সর্বত্রই এখন আইপিএল ক্রিকেটকে কেন্দ্র করে জুয়া খেলায় ধ্বংস হচ্ছে যুবসমাজ। দিরাই বাসটেষ্টন, থানা পয়েন্ট সংলগ্ন জালাল সিটির সামনে প্রেমতোষের চায়ের দোখানে ও উপজেলা বিভিন্ন দোকান ঘরে ও দিরাই হারানপুর রোড সহ প্রায় উপজেলার কয়েকটি বাজারও পয়েন্টে আইপিএল খেলার প্রতি ওভারে রানের উপরও বলে বলে ধরা হচ্ছে টাকার বাজি।

    এভাবে উপজেলার প্রতিটি হাট-বাজার ও প্রত্যন্ত এলাকায় এ খেলা চলছে।

    আরও খবর

    Sponsered content