প্রচ্ছদ » লিড » রাজাপুরে ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন দিলেন মানবতার ফেরিওয়ালা ছবির হোসেন
রাজাপুরে ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন দিলেন মানবতার ফেরিওয়ালা ছবির হোসেন
প্রতিনিধি
২০ এপ্রিল ২০২১ , ৩:৩৪:১৮
অনলাইন
সংস্করণ
নবীন মাহমুদ, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য আইভি স্যালাইন দিয়েছেন ঝালকাঠি শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মানবতার ফেরিওয়ালা মোঃ ছবির হোসেন। মঙ্গলবার সকালে ঝালকাঠি থেকে উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সে এসে তিনি রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের টিএইচও ডা. আবুল খায়ের রাসেলের কাছে ২শ পিস আইভি স্যালাইন বুঝিয়ে দেন। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সাংবাদিক এনামুল হোসেন খান, নেয়ামুল আহসান হিরন ও মাদমুদুল হাসান উপস্থিত ছিলেন। ছবির হোসেন জানান, কয়েকদিন ধরে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় স্যালাইন সংকট দেখা দেয়। গরীর রোগীদের এ কারনে চরম সমস্যায় পড়তে হয়, বিষয়টি জানতে পেরে ২শ পিস আইভি স্যালাইন দিয়ে তাদের পাশে দাড়িয়েছি। পরিস্থিতি বুঝে পরবর্তীতে আরও দেয়ার চিন্তা রয়েছে। প্রসঙ্গত, ছবির হোসেন পেশায় একজন ব্যবসায়ী। তিনি একের পর এক জনসেবার দৃষ্টান্ত স্থাপন করে এখন ঝালকাঠির আলোচিত ব্যক্তি। তিনি কয়েক ব্যক্তিকে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন। এছাড়া কয়েকজন অসহায় ব্যক্তিকে বসত ঘর নির্মান করে দেয়া, পঙ্গু ব্যক্তিদের হুইল চেয়ার দেয়াসহ করোনাকালীন পরিস্থিতিতে অনেক অসহায় মানুষের পাশে দাড়িয়ে ইতোমধ্যে ঝালকাঠিতে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছেন যুবলীগ নেতা ছবির হোসেন।
N.M., আজ 5:17 PM -এ-এ পাঠিয়েছেন
আরও খবর
Sponsered content