প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২১ , ৯:৫৭:১৯ অনলাইন সংস্করণ
আকতার সাদিক, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ দিরাই সরমঙ্গল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ তাদের বৈশাখী ফসল তুলে আনতে বিপাকে আছেন, বাড়িতে কোনো পুরুষ না থাকায় বড় কঠিন দিন পার করছেন তারা। আলোচিত ঘটনা – শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলার অভিযোগে মামলায়, নাচনী চন্ডিপুর ধনপুর খাসিপুরের কয়েক হাজার ব্যক্তিদের আসামি দেওয়া হলে এসব গ্রাম গুলো পুরুষ শূন্য হয়ে যায়, এতে অসহায়ত্বের দরোজায় মুখ থুবড়ে পড়ে গ্রাম গুলোর হাজার হাজার নারী শিশু। নিরাপত্তাহীনতায় দিন কাটে তাদের। দোষী- নির্দোষীরা মামলার ভয়ে সমান তালে ফেরারি থাকায় বৈশাখী ফসল জমি থেকে তুলে আনতে হুমকির মুখে রয়েছেন। এসব গ্রাম গুলোর মানুষ খেটে খাওয়া দিন মজুর থাকলেও তারা পেটের রুটি যোগারে পরের জমি হালচাষ করে কোনো রকম বছরের খাদ্য ঘরে তোলার প্রত্যাশী।
কিন্তুু এবারের বৈশাখে তারা তাদের কষ্টের সোনার ফসল তুলে আনতে না পারার কষ্ট কথা জানালেন ভাটি বাংলাকে, প্রায় কয়েকশত বিঘা জমির ফসল পুরো হুমকির মুখে রয়েছে।
বেশ কয়েকটি পরিবারের নারী শিশু জড়ো হয়ে বলেন আমরা আমদের নিরপরাধ পুরুষদের মুক্তির দাবী জানাই, নতুবা আমরা একেবারেই নিঃস্ব হয়ে পড়বো, আমাদের কষ্টের ফসল আমরা ঘরে তুলতে চাই।