প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২১ , ১:১১:১৩ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইফুল (৩২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এক দল পুলিশ বিগত ১৭ ই এপ্রিল রোজ শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর (রৌডর) গ্রামের সাইদ উল্লার ছেলে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইফুল ইসলামকে গ্রেফতার করেন। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। আজ ১৮ ই এপ্রিল রোজ রবিবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামি সাইফুল অনেকদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে ২০১৮ সালে আদালত কর্তৃক একটি মাদক মামলায় এক বছরের সাজা প্রদান করা হয়েছিল।তাকে কারাগারে পাঠানো হয়েছে।