প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২১ , ৬:৪২:১৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি:- সরকার ঘোষিত সারাদেশের মতো কঠোর লকডাউনে সুনামগঞ্জ জেলা । বুধবার ভোর থেকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেয়া যায়। শহরের প্রতিটি অলিগলিতে রয়েছে বিশেষ নজরদারী। রাস্তাঘাটে যানবাহন নেই বললেই চলে। বিশেষ করে যদি রাস্তায় রিক্রা ও ভ্যানগাড়ি চলতে দেখা গেয়ে পুলিশ সদস্যরা তাদের আটকি রেখে লোকজনকে বাসায় যেয়ে নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন। মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ছাড়া কাউকে রাস্তায় হাটতে নিষেধ করা হচ্ছে।
এদিকে শহরের নতুন বাসস্ট্রেশন এলাকায় গিয়ে দেখা যায় দূরপাল্লা ও আভ্যন্তরীন রোডে কোন ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। একমাত্র বিধি নিষেধাজ্ঞার আওতার বাহিরে ফার্স্মেসীগুলো খোলা রয়েছে হাসপাতাল,ঔষধবাহি যানবাহন,এ্যাম্বুল্যান্স,ফায়ার সার্ভিস ও সংবাদকর্মীদের যানবাহনগুলো চলাচল করছে।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মো. শহিদুর রহমান জানান এবার কঠোর লগডাউনে পুরো সুনামগঞ্জ শহরকে করা হয়েছে। তিনি বলেন করোনা মহামারী থেকে বাচতে হলে সবাইকে সরকারের নির্দেশণা মেনে চলতে হবে। জরুরী কোন প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে বের হতে দেয়া যাবে না।
উল্লেখ্য ২০২০ সালের ৮ মার্চ থেকে গত ১৩ এপ্রিল ২০২১ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় মোট কারোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৬৪৩ জন,বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬ হাজার ৮৬৬জন,আইসোলেশনে আছেন ২ হাজার ৬৪৩ জন এবং এখ নপর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৬ জন বলে জানিয়েছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন ।