প্রতিনিধি ১১ এপ্রিল ২০২১ , ৮:৫৪:৪৫ অনলাইন সংস্করণ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা’যায় গত ৩১শে মার্চ স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার,পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে
অর্থ আত্মসাৎ এবং অপরাধমূলক কার্যকলাপে জড়িতে থাকার অপরাধে ০৬নং সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ কে বরখাস্ত করা হয়েছে।
সিলেট জেলার কানাইঘাট উপজেলার ০৬নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃমামুন রশিদ এর বীরুদ্ধে এলজিএসপি -৩ প্রকল্প হতে ২০১৬-২০১৭ অর্থবছরে ১৭,০৭৪১৫/= টাকা বরাদ্ধকৃত অর্থের মধ্যে ৪.৩২.৪১৫ টাকা অব্যয়িত ২০১৭-২০১৮ অর্থ বছরে বরাদ্ধকৃত ২১,২৫.৯৭৩/- এবং ২০১৮-২০১৯ অর্থবছরে বরাদ্ধকৃত ১৮,৫৫,৪১৫/- টাকাসহ মোট ৪৪,১৪,৩৫৩ টাকা অব্যয়িত ২০১৬-২০১৭ অর্থবছরে ১৬টি, ২০১৭-২০১৮ অর্থবছরে ১৫টি এবং ২০১৮-২০১৯ অর্থবছরে ০৯টি সহ মোট ৪০টি স্কিম এর মধ্যে ২০১৬-২০১৭ অর্থবছরে ০৬টি স্কীম বাস্তবায়ন অবশিষ্ট ৩৪টি স্কীম বাস্তবায়ন না করা,শর্ত অনুযায়ী স্কীমের তথ্য সংবলিত সাইনবোর্ড থাকার কথা থাকলে ও সাইনবোর্ড স্থাপন ১১টি স্কীমের ৪টি স্কীমের পরিমাপে দাপ্তরিক প্রাক্কলনের চেয়ে বাস্তব কাজ কম করে সরকারি অর্থ আত্মসাৎ এবং দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার অভিযোগে স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় সিলেটের জেলা প্রশাসকের বর্নিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের আইন ২০১৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।এবং চেয়ারম্যান হিসেবে মামুন রশিদ সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনসার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০১৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যান কে তার স্বীয় পদ থেকে বরখাস্ত করা হয় এবং ইতিমধ্যেই স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে চেয়ারম্যান কারণ দর্শানোর নোটিশ জারী করেন।
এ বিষয়ে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির কাছে ০৬নং সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদের বরখাস্ত বিষয়ক কথা জানতে চাইলে বলেন বর্তমান সরকারের আমলে সারা দেশে উন্নয়ন হলে ও কানাইঘাট উপজেলার ০৬নং সদর ইউনিয়ন উন্নয়নের ধরাছোঁয়ার বাহিরে এবং সরকারের প্রয়োজনীয় বরাদ্ধ দিলে ও চেয়ারম্যান মামুন রশিদ কোনো উন্নয়ন করেন নি তাছাড়াও উনার এলাকায় প্রকল্প বাস্তবায়ন না করার ও অনেক অভিযোগ রয়েছে যেটা স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে মামুন রশিদ চেয়ারম্যানের উপরে আনিত অভিযোগ যেহেতু প্রমানিত হয়েছে তাই এই আদেশেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ইতিমধ্যে তাকে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম এবং তার স্বীয় পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা কেন হবেনা এই মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।