প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০১৯ , ৪:৩৯:২৫ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ- সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা জেলার দিরাই উপজেলার জকিনগর গ্রামে অভিযান চালিয়ে ৫ শত গ্রাম গাজাঁসহ এক গাজাঁ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার নাম মোঃ রফিক মিয়া(৫০)। সে উপজেলার জকিনগর গ্রামের মৃত আব্দুস ছমেদের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের এ এস আই সজীব ও এ এস আই আশরাফের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জকিনগর গ্রামে অভিযান চালিয়ে গাজাঁসহ তাকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের মিডিয়া উইয়িং এর এস আই রিপন চন্দ্র গোপ।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।