প্রতিনিধি ২৮ মার্চ ২০২১ , ৫:৩৪:১৩ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গনে, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষ এবং পুলিশের গুলিতে মাদ্রাসাছাত্র নিহতের ঘটনার প্রতিবাদে আজ রোববার হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ডাকে সারা দেশে হরতাল কর্মসূচির অংশ হিসেবে দিরাই উপজেলায় সতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে।
ভোর ৬ টা থেকে হেফাজতের নেতাকর্মীদের পিকেটিং ও মিছিল সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে হরতাল কর্মসূচি।
ব্যবসায়ীরা দোকানের তালা খুলেননি এবং পরিবহন শ্রমিক’রাও গাড়ির চাকা ঘোরানোর চেষ্টা করেননি।
দিরাই শ্যামারচর রাস্তার কালিনগর এলাকায় গাছের গুড়ি পেলে রাস্তা অবরোধ করে হরতাল পালন করতে দেখা যায় হেফাজতের নেতাকর্মীদের।
অপরদিকে দিরাই মদনপুর সড়কের কর্ণগাঁও বদলপুর পয়েন্টে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।
দিরাই মিছিল সমাবেশ ও পিকেটিংএ নেতৃত্বদেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি ও উপজেলা হেফাজত নেতা মাওলানা নুরুদ্দীন আহমদ, দিরাই উপজেলা হেফাজত সহসভাপতি মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান মাওলানা, দিরাই উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা এবিএম নোমান ও দিরাই উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মুক্তার আহমদ, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা আবিদুর রহমান সহ স্থানীয় হেফাজত নেতৃবৃন্দ।
Notifications