প্রতিনিধি ২৭ মার্চ ২০২১ , ৯:০৫:১৬ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ “বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে রুপান্তর হওয়ায়” সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মার্চ) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যলায়ের থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে র্যালিটি এসে আলোচনা সভায় মিলিত হয়।
সুনামগঞ্জোর জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান,সুনামগঞ্জ জলা আওয়ামীলীগর সিনিয়র সহ সভাপতি ও জলা পরিষদর চয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট, জলা মুক্তিযাদ্ধা ইউনিটর সাবক ডপুটি কমান্ডার মুক্তিযাদ্ধা আবু সুফিয়ান, জলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ এনামুল কবির ইমন, পরসভার ময়র নাদর বখত, সিভিল সার্জন ডা.শামস উদ্দিন,জলা আওয়ামীলীগর যুগ্ম সম্পাদক হায়দার চধুরী লিটন,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান প্রমুখ।
আলাচনা সভা শষ ৫২টি স্টল বিভিন সরকারি দপ্তরর উনয়ন তথ্য ও উপাত্ত পরিদর্শন দুইদিন ব্যাপী স্টল সমূহর প্রদর্শনীর উদ্বাধন করন অতিথিরা।
Notifications