• লিড

    জগন্নাথপুরের ” ছাবরু চুর” জেল হাজতে

      প্রতিনিধি ২৪ মার্চ ২০২১ , ৭:০৭:২৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে একাধিক চুরির মামলার পলাতক আসামী সাব্বির আহমদ ওরফে ছাবরু চুর (২৭) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    বিশ্বস্ত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ গতকাল ২৩ শে মার্চ মঙ্গলবার সন্ধ্যারাতে জগন্নাথপুর পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পৌর এলাকা নিবাসী ছুয়াব আলীর ছেলে একাধিক চুরির মালার আসামী সাব্বির আহমদ ওরফে ছাবরু চুর(২৭) কে গ্রেপ্তার করে এবং আজ ২৪ শে মার্চ রোজ বুধবার আদালতে প্রেরন করে। আদালত তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন।
    জগন্নাথপুর থানার এসআই রাজিব আহমদ বলেন, গ্রেপ্তারকৃত সাব্বির আহমদ ওরফে ছাবরু চুর এর বিরুদ্ধে গবাদিপশু গরু ও মোটরসাইকেলসহ একাধিক চুরির মামলা রয়েছে। সে এলাকার চিহিৃত চোর হিসেবে পরিচিত। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content