প্রতিনিধি ২১ মার্চ ২০২১ , ৬:০৬:১০ অনলাইন সংস্করণ
সুপ্রিয় এলাকাবাসী,
আমার শুভেচ্ছা ও আদাব নিবেন। নির্বাচনী এলাকা শাল্লার এই কঠিন দুঃসময়ে ও বিপদে আমার অসুস্থতার কারনে স্ব শরীরে পাশে উপস্থিত থাকতে না পেরে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক পাশাপাশি দুই ঘটনায় খুবই মর্মাহত। আমি আশা করছি সৃষ্টিকর্তার মহান কৃপায় দ্রুত সময়ে সুস্থ হয়ে আপনাদের কাছে ফিরে আসতে পারবো।
আপনারা নিশ্চয় অবগত হয়েছেন যে, সম্প্রতি দিরাইয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অতিথি সংগঠনের এক কেন্দ্রীয় নেতাকে কটুক্তি করে ফেসবুকে দেওয়া স্টেটাসে এলাকায় ক্ষোভ তৈরি হলে তৎক্ষণিকভাবে স্টেটাস প্রদানকারীকে গ্রেফতার করে পুলিশ। কাউকে কটুক্তি করা নিঃসন্দেহে কুরুচিপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ। আমাদের ভাবতে হবে, ব্যক্তি কারও অন্যায়ের দায়ভার কোন গোষ্ঠী, সম্প্রদায়কে যেন নিতে না হয়। অন্যায়কারী যে দলেরই হোক তাকে অবশ্যই শাস্তি পেতেই হবে।
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সকল ধর্মের ধর্মের, জাতি, গোষ্ঠীর সুন্দর বসবাস রয়েছে। তেমনি স্মরণাতীত কাল থেকেই আমার নির্বাচনী এলাকা দিরাই ও শাল্লা উপজেলার জনসাধারণও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ভ্রাতৃত্বসুলভ পরিবেশে বসবাস করে আসছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখনো এ এলাকায় ধর্ম-বর্ণ ও জাতি, গোষ্ঠীর সুন্দর সম্মিলন ও চলাফেরা রয়েছে। কিন্তু সম্প্রতি এই ঐক্য ও সম্প্রীতির সেতুবন্ধনে কিছু অসাধু, ক্ষমতা পিপাসু, ধর্মীয় অন্ধ বিশ্বাসী, সমাজ বিনষ্টকারীরা রাজনৈতিক ফায়দা ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে।
শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামে হিন্দু বসতবাড়িতে অর্তকিত হামলা ও লুটপাটের ঘটনা এরই একটি অংশ। আমি এই ঘৃণ্য অপকর্মের তীব্র নিন্দা জানাই। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ইতোমধ্যে পুলিশ, র্যাবসহ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঐকান্তিক প্রচেষ্টা ও আপনাদের সার্বিক সহযোগিতায় অপরাধীদের অনেকেই গ্রেফতার হয়েছে। এ ঘটনায় অপরাধী এবং তাদের মদদদাতাদের চিহ্নিত করে দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত হওয়া প্রয়োজন।
ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই অমানবিক ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছেন। আমিও ঘটনা জানার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, ইউএনওদ্বয়, ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়কে বিষয়টি অবগতি করেছি ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছি। আপনারা যারা এসময়ে গ্রামবাসীর কঠিন দুঃসময়ে তাৎক্ষণিকভাবে পাশে এসে দাঁড়িয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
পরিশেষে আমি এলাকায় চলমান এই পরিস্থিতিতে সবাইকে যার যার দায়িত্বশীল অবস্থান থেকে সর্বোচ্চ ধৈর্য্য ধারণ ও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিনীত আহবান জানাচ্ছি।
সবাইকে ধন্যবাদ।
(ড.জয়া সেনগুপ্তা, এম.পি.)
২০/০৩/২০২১ ইং।