প্রতিনিধি ২০ মার্চ ২০২১ , ১২:৪৩:০৪ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: শাল্লা উপজেলায় সংখ্যা লঘুদের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা ফতেপুর ইউনিয়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব তালুকদার’র সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রসণ কান্তি দাস প্রণয়ের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা যুবলীগের অন্যতম সদস্য রনজিৎ চৌধুরী রাজন,বিশ্বম্ভপুর উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সভাপতি ফজলুল হক, মুরাদি চাঁদ উচ্চ বিদ্যালয়ের ইসলাম ধর্মীয় শিক্ষক মো: আল আমিন, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খোকন, ফতেপুর ইউনিয়ন কৃষকলীগরে সভাপতি পরিমল বর্মণ, ফতেপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি রাসেন্দ্র কুমার, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ আলম, সাবেক ইউপি সদস্য পঞ্জক কান্তি রায়, যুবলীগ নেতা রানা বর্মণ প্রমুখ।
এ সময় ফতেপুর ইউনিয়নের ৪৮টি গ্রামের নারী-পুরুষসহ সকল ধর্মের মানুষজনেরা প্রতিবাদ মানবন্ধনে অংশ গ্রহণ করেন।
মানবন্ধনে বক্তরা বলেন, শাল্লা উপজেলার সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত সময়ের আইনের আওতায় এনে দৃষ্ঠান্ত মূলক শাস্তি প্রধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান বক্তারা।