• লিড

    জগন্নাথপুরে হামলা করে আসামী ছিনতাই, তিন পুলিশ সদস্য আহত

      প্রতিনিধি ১৫ মার্চ ২০২১ , ৪:১০:৪৩ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর পল্লীতে পুলিশ এর উপর হামলা করে ডাকাতি মামলার আসামি ছিনতাই করা হয়েছে। এসআই সহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য ১৪ ই মার্চ রোববার সন্ধ্যা রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত মিছকন্দর আলীর ছেলে ডাকাতি মামলার ওয়ারেন্টেভুক্ত আসামী আব্দুস শহিদ (৪৫)কে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় শান্তি বাজারে আসামীর স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামি আব্দুস শহিদকে ছিনিয়ে নিয়ে যায়। এই হামলার ঘটনায় আহত হয়েছেন জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলাম, এএসআই শফিকুল ও কনস্টেবল নিয়ামুল ইসলাম । আহতরা সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীম আছেন।
    জগন্নাথপুর থানার এসআই রাজিব আহমদ বলেন, ডাকাতি মামলাসহ একাধিক মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী আসামি আব্দুস শহিদকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে পুলিশকে মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। আসামির স্বজনরা। এঘটনায় আমাদের চার পুলিশ সদস্য আহত হন। পলাতক আসামিকে গ্রেপ্তার করা যায়নি এখনো। তবে এঘটনায় ৪জনকে রাতে আটক করা হয়।
    এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পালিয়ে যাওয়া আসামিসহ হামলকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এ যাবৎ এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    আরও খবর

    দিরাইয়ে জোড়পূর্বক শশ্মান নিমার্ণের চেষ্টা, গ্রামবাসীর হামলায় শিক্ষিকা- ছাত্রসহ ৭জন গুরুতর আহত

    ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত-আহত স্মরণে সুনামগঞ্জ জেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের শোকর‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল

    আমাদের সবাইকেই হাত বাড়িয়ে পরিবেশ সুরক্ষা করতে হবে–পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

    করোনা প্রতিরোধে সুনামগঞ্জ পৌরবাসীর পাশে মেয়র নাদেরঃ ১০০০০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ

    স্কুলের নামকরণকে কেন্দ্র করে জগন্নাথপুরে ৩গ্রামে উত্তেজনা, সংঘাতের আশঙ্কা

    সুনামগঞ্জে বাড়ির জায়গা নির্ধারণ করতে গিয়ে প্রতিপক্ষের হুমকিতে বাড়ি ছাড়া একটি নিরীহ পরিবার,থানায় অভিযোগ দায়ের

    Sponsered content