• অনিয়ম / দুর্নীতি

    সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

      প্রতিনিধি ১৫ মার্চ ২০২১ , ৪:০০:১৭ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন। আজ সোমবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    এ সময় বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারন সম্পাদক বিজন সেন রায়, হাওর বাঁচাও আন্দোলনের নেতা সুখেন্দু সেন, শীলা রায়, সালেহীন চৌধুরী শুভ, হাওর বাাঁচাও আন্দোলনের জামালগঞ্জ উপজেলা কমিটি’র সভাপতি শাহানা আল আজাদ প্রমুখ।
    বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ করে সরকারের কোটি কোটি টাকা লুটপাঠ করছে, তা অবিলম্বে বাঁধের নামে দুর্নীতি বন্ধের দাবী জানান তারা।

    0Shares

    আরও খবর

    Sponsered content