প্রতিনিধি ১৪ মার্চ ২০২১ , ১:৫৫:০১ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ পরিবার বর্গের অন্ন-বস্ত্র জোগানের তাগিদে ভিক্ষা করে জগন্নাথপুর সদর বাজার সহ সুনামগঞ্জের বিভিন্ন হাট-বাজার ও গ্রামাঞ্চলে প্রতিনিয়ত চষে বেড়ান তিন সন্তানের জনক দৃষ্টিহীন ভিক্ষুক শফিকুল (৩৪)। আজো কপালে জোটেনি প্রতিবন্ধী ভাতা।
আজ ১৪ ই মার্চ বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর বাজার ও কলকলিয়া বাজারে দেখা হয় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ইসলামপুর গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুল মালিক এর জনমান্ধ ছেলে তিন সন্তানের জনক দৃষ্টিহীন ভিক্ষুক শফিকুল ইসলাম (৩৪) এর সাথে। তিনি হ্যান্ডমাইক যোগে অলিগলি ঘুরে ভিক্ষা করছেন। একান্ত আলাপকালে দৃষ্টি প্রতিবন্ধী শফিকুল ইসলাম (৩৪) বলেন, অভাব অনটনের সংসারে স্ত্রী ও তিন কন্যা সন্তানের মূখে দুমঠো অন্ন পড়নের বস্ত্র জোগানের তাগিদে প্রতিনিয়ত হাট-বাজার ও গ্রামাঞ্চলে ভিক্ষা করি। কোনো ভাবে সংসার চলে। নুন আনতে পান্তা ফুরায়। ভীষন কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রতিবন্ধী ভাতার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার সাহেব গনের দারস্থ হয়েছি অনেকবার। কাজের কাজ কিছুই হয়নি। আজো কপালে প্রতিবন্ধী ভাতা জোটেনি। আমাকে প্রতিবন্ধী ভাতা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানাচ্ছি।