• লিড

    করোনা আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ দুলাল সামাদ চৌধুরী কয়েস এর মৃত্যু

      প্রতিনিধি ১১ মার্চ ২০২১ , ৩:০৬:৩৫ অনলাইন সংস্করণ

    তুহিনুর রহমান শাহজাহানঃ সিলেট-৩ আসনে টানা ৩ মেয়াদে নির্বাচিত এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস অবশেষে হেরে গেলেন করোনা নামক প্রাণঘাতি ভাইরাসের কাছে। ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটের সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
    ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
    মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৬৫ বছর।
    দলীয় সূত্রে জানা যায় মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ পালকপুত্র রেখে গেছেন।
    মাহমুদ উস সামাদ চৌধুরীরকে গত রোববার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি সোমবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকালে ফলাফল পজিটিভ আসে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে এমপিকে ভেন্টিলেশনে রাখা হয়েছিলো।
    জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। গত রোববার তিনি ঢাকা যাওয়ার পথে বিমানের মধ্যেই অসুস্থ অনুভব করায় সেখান থেকে সরাসরি তাকে হাসপাতালে নেওয়া হয়।
    ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এ সংসদ সদস্য করোনার টিকা নেন। তারপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিলো না।
    কয়েক দিন আগেও তাঁর নির্বাচনি এলাকার দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
    উল্লেখ্য, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে সিলেট-৩ আসন গঠিত। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী বিগত তিন জাতীয় নির্বাচনে হ্যাটট্রিক জয়ী হন। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
    তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পীকার শিরিন শারমিন চৌধুরী শোক জানিয়েছেন, এছাড়াও শোক জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    0Shares

    আরও খবর

    Sponsered content