• নির্বাচন

    নলছিটি পৌরসভার নব নির্বারাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

      প্রতিনিধি ১১ মার্চ ২০২১ , ৭:৫১:১৪ অনলাইন সংস্করণ

    নবীন মাহমুদ, ঝালকাঠি জেলা প্রতিনিধি: নলছিটি পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ শেষে ১১ মার্চ বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন।

    সকালে পৌরসভা মিলনায়তনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়াল প্রধান অতিথি হিসেব সংযুক্ত ছিলেন সাবেক সফল খাদ্য ও শিল্পমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব হোসেন আমু এমপি ।
    উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ-আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। নলছিটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম,জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট এম আলম খান কামাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, নলছিটি থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content