প্রতিনিধি ১১ মার্চ ২০২১ , ৭:৫১:১৪ অনলাইন সংস্করণ
নবীন মাহমুদ, ঝালকাঠি জেলা প্রতিনিধি: নলছিটি পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ শেষে ১১ মার্চ বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন।
সকালে পৌরসভা মিলনায়তনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়াল প্রধান অতিথি হিসেব সংযুক্ত ছিলেন সাবেক সফল খাদ্য ও শিল্পমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব হোসেন আমু এমপি ।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ-আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। নলছিটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম,জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট এম আলম খান কামাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, নলছিটি থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।