• কৃষি সংবাদ

    কিশোরগঞ্জ এর ইটনায় ৩৩০জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

      প্রতিনিধি ৯ মার্চ ২০২১ , ৬:৪১:৩৬ অনলাইন সংস্করণ

    ইটনা,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার প্রকল্পভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক ৩৩০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইটনা উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্যা ইউনাইটেড ন্যাশনস।

    এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৩০ জন কৃষককে ৩৩টি গ্রুপে বিভক্ত করা হয়। এরপর প্রতি গ্রুপে ১০ জন কৃষককে একত্রিত করে তাদের মাঝে এই কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়।

    পাশাপাশি এই যন্ত্রপাতির সঠিক ব্যবহারের উপর প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়।
    এর মধ্যে ১৬০ জন কৃষকের মাঝে ১৬টি গ্রুপ আকারে ১৬টি পাওয়ার টিলার, ৬০ জন কৃষককে ৬টি গ্রুপ আকারে ৬টি পাওয়ার থ্রেসার, ৬০ জন কৃষককে ৬টি গ্রুপে ৬টি রিপার, ২০ জন কৃষকের মাঝে ২টি রাইস ট্রান্সপ্লান্ট প্রদান করা হয়। এছাড়া বাকি ৩০ জন কৃষককে ১৬ এল এল পি প্রদান করা হয়।

    উক্ত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
    অনুষ্টানে সভাপতিত্ব করেন ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার। এসময় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উজ্জল সাহা।

    আরও খবর

    Sponsered content