• লিড

    জগন্নাথপুরে বিএডিসি’র শেলোডিপ মেশিন এর যন্ত্রাংশ চুরি

      প্রতিনিধি ৪ মার্চ ২০২১ , ৬:২৪:১২ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগতের (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর ঘিপুড়া সেচ প্রকল্পে সরকারি বরাদ্দকৃত শেলোডিপ মেশিন এর যন্ত্রণাংশ চুরি করার পাশা-পাশি অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
    আজ ৪ ঠা মার্চ সরজমিনে জানাযায়, সরকারি ভাবে বরাদ্দকৃত সুনামগঞ্জ জেলা বিএডিসি কর্তৃক ২০১০ সাল থেকে শেলোডিপ মেশিন দ্বারা জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘিপুড়া সেচ প্রকল্পে ঘিপুড়া গ্রাম নিবাসী মৃত মোঃ হারুনুর রশীদ এর ছেলে সেচ প্রকল্পের স্কীম ম্যানেজার মোঃ আংগুর মিয়ার তত্বাবধানে এই প্রকল্পের আওতাধীন প্রায় দুই শত কেদার (৬ হাজার শতক) ধানের জমিতে পানি সেচ এর কার্যক্রম চলছিল। জমিতে ধানের ফসল কম হওয়ার ফলে চাষাবাদে খরচ বেশি হওয়ায় কৃষক কুল চাষাবাদে নিরুৎসাহিত হয়ে পড়েন। এমতাবস্থায় বিগত প্রায় তিন বছর ধরে অত্র প্রকল্পে চাষাবাদ কার্যক্রম বন্ধ রয়েছে। শেলোডিপ মেশিনটি আংগুর মিয়া নিজ ব্যবসা প্রতিষ্ঠান আটপাড়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর বারিন্দায় রেখেছিলেন । বিগত ২৭ শে ফেব্রুয়ারী সকালে আংগুর মিয়া দেখতে পান মেশিনটির কিছু যন্ত্রাংশ চুরি হয়ে গেছে এবং মেশিনের ভিতরে কাদা -পানি ভর্তি রয়েছে। এতে মেশিন অকেজো হয়ে পড়ে। স্থানীয় মেকানিক এর মাধ্যমে মেশিন সচল করার জন্য কাজ করানো হচ্ছে। মেশিনটি সচল করতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হবে বলে মেকানিক বীরু বাবু জানিয়েছেন। এছাড়াও ডাউকা নদীর তীরবর্তী ফসলি জমির যথাস্থানে বসানো মেশিনের রাইসার পাকা দেওয়াল ভেঙে নিয়ে গেছে এবং গ্যস পাইপ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গ্যাস পাইপ ও রাইসার এর বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা।
    এ ব্যাপারে স্কীম ম্যানেজার মোঃ আংগুর মিয়া বলেন, দুর্বৃত্তরা শেলোডিপ মেশিন এর যন্ত্রাংশ সহ মেশিনের রাইসার চুরি করে নিয়ে যাওয়ার পাশা-পাশি গ্যাস পাইপ ভেঙে ফেলেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও চলতি মৌসুমের সূর্যমূখী ফুল ও ভুট্টা প্রদর্শনীর ক্ষয়ক্ষতি করছে দুর্বৃত্তরা। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ইতিপূর্বে আমার ব্যবসা প্রতিষ্ঠান এর বিভিন্ন যন্ত্রপাতি চুরি হওয়ার পর পেয়েছি এবং চুরির সাথে জড়িত ব্যক্তিকে গ্রাম্য সালিসির মাধ্যমে জরিমানা করা হয়েছে। আমার ধারণা একই ব্যক্তি শেলোডিপ মেশিন এর চুরি ও ক্ষতি সাধনের সাথে জড়িত। আমি জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে থানায় জিডি করব।

    আরও খবর

    Sponsered content