• যৌন নিপীড়ন

    তজুমদ্দিনে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন! হাসপাতালে ভর্তি

      প্রতিনিধি ১ মার্চ ২০২১ , ৩:৪৬:০৩ অনলাইন সংস্করণ

    ভোলা থেকে এম নয়ন।। ভোলার তজুমদ্দিন  উপজেলার সোনাপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন করেছে প্রবাসী স্বামী। নির্যাতনের শিকার ৩ সন্তানের জননীকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    অভিযোগ সুত্রে জানাগেছে, সোনাপুর ইউনিয়নের রাজকৃষ্ণসেন এলাকার  মৃত শাহ আলমের ছেলে শাহাবুদ্দিনের  সাথে ২০০৬ সালে বিয়ে হয় বড়মলংচড়া ইউনিয়নের দিদার মাঝি  এলাকার ফেরদৌস ফরাজীর মেয়ে শাহিদা বেগমের। তাদের ৩ টি মেয়ে সন্তান রয়েছে। শাহিদা জানান, স্বামী সৌদী আরব যাওয়ার সময় দুই লক্ষ  টাকা বাবার বাড়ী থেকে এনে দেই। বিদেশ গিয়ে ঠিক মতো টাকা পাঠায়নি। ১৮ জানুয়ারি ২০২১ দেশে এসে আবার টাকা দাবী করে। তার ভাই সাইফুল, বোন শোবেনা সহ বিভিন্ন অজুহাতে আমাকে মারপিট করে। শুক্রবার রাতে কম্বল দিয়ে নাক মুখ চেপে ধরে। ধস্তাধস্তি করলে পাশে থাকা মেয়েরা সজাগ হয়ে ডাকচিৎকার দিলে এলোপাতারি মারপিট করলে আমি অজ্ঞান হয়ে যাই। পরে সকালে মেয়েরা খবর দিলে আমার দুলাভাই আজগর আমাকে উদ্ধার কবে এনে হাসপাতালে ভর্তি করেন।
    ওসি তদন্ত এনায়েত হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content