• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ, গাঁজা ও মটর ডাল উদ্ধার, আটক-১

      প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২১ , ১:৩৬:১২ অনলাইন সংস্করণ

    শফিকুল ইসলাম স্বাধীন।। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ভারতীয় মদসহ এক জন আসামী আটক।

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার  অধীনস্থ বাগানবাড়ী বিওপি’র জেসিও-৭৬১৬ সুবেদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে একটি নিয়মিত টহল দল  ১৯ ফেব্রুয়ারি  ৯:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২২৬/৩-এস এর নিকট হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের গাছগড়া নামক স্থান হতে ভারতীয় (১০) বোতল মদসহ  (এক) জন বাংলাদেশী নাগরিক আটক করেন বিজিবি।
    বিজিবি সূত্রে জানা যায় – গাছগড়া গ্রামের  -দোয়ারাবাজার উপজেলার  মৃত সুন্দর আলী, ছেলে মোঃ সুজন মিয়া (৩৫), সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক
    ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ মেসবা্হ উদ্দীন রাসেল জানান।
    আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি’র)অভিযানে গাজা ও মটর ডাল আটক।
    অপর দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর পৃথক অভিযানে
    ভারতীয় গাঁজা এবং মটর ডাল আটক।
    সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় চিনাকান্দি বিওপির টহল দল ২৬ ফেব্রুয়ারি ০৬:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১১/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের উত্তর কাপনা নামক স্থান হতে ২০০ কেজি মটর ডাল আটক করে, যার মূল্য ৮,০০০/- টাকা।
    অপরদিকে জেলার তাহিরপুর উপজেলায়  বালিয়াঘাটা বিওপির টহল দল ২৫ ফেব্রুয়ারি ১১:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৭/৭-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পশ্চিম লাকমা নামক স্থান হতে ০২ ভারতীয় গাঁজা আটক করে, যার মূল্য ৭,০০০/- টাকা।
    সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)
    অধিনায়ক মো: মাকসুদুল আলম, পিবিজিএম  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।
    আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং মটর ডাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content