• লিড

    দিরাইয়ে এম এ মান্নান ও নুরুল হুদা মুকুটকে স্বাগত জানিয়ে বিরাট মিছিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২১ , ৩:২৪:৫৫ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ দিরাই পৌর সদরে সুনামগঞ্জ-৩ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট কে স্বাগত জানিয়ে দিরাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিরাট স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
    আজ বিকেলে এমপি জয়া সেন গুপ্তার বাসভবনে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়।
    মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায়, দিরাই উচ্চ বিদ্যালয়ের সভাপতি এম মতিউর রহমান ও ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরীর প্রমুখ।
    মিছিলে দিরাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেছেন।
    উল্লেখ্যঃ আগামী ২০ ফেব্রুয়ারী শনিবার জগদল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করতে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট সহ সরকারি উচ্চ পর্যায়ে কর্মকর্তা ও জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

    আরও খবর

    Sponsered content