প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২১ , ১০:৫৫:৫২ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২০ ফেব্রুয়ারী দিরাই আসছেন ৩ বারের নির্বাচিত এমপি ও টানা দুইবারের প্রভাবশালী মন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের অপ্রতিদ্বন্দ্বী প্রিয় নেতা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট। এছাড়াও আসছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে কর্মরত কর্মকর্তাবৃন্দ।
দিরাই’র আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দার, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা মোহন চৌধুরী, দিরাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, আ’লীগ নেতা আরিফুজ্জামান চৌধুরী ইয়াহিয়া ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া সহ তৃণমূল নেতাকর্মীদের বিশাল একটা অংশ জগদল হাসপাতালের স্বাস্থ্যসেবা উদ্বোধন অনুষ্ঠান সফল করতে এবং অতিথিদের বরণ করতে প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন ও হাটবাজারে বিরামহীন মতবিনিময় ও প্রস্তুতি সভা করে যাচ্ছেন।
অপরদিকে মন্ত্রীর উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন’কে বিরোধিতা করে দিরাই শাল্লার এমপি ড জয়া সেনের অনুসারী ক্ষুদ্র অংশের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের ব্যানারে জরুরি সভা (উপজেলা আ’লীগের অধিকাংশ নেতাকর্মী মিটিং এ যাননি ও তাদের আমন্ত্রণ জানানো হয়নি) করে ৩ দিনের প্রতিবাদী কর্মসূচি ঘোষণা করেছেন। এতে শান্ত দিরাই আবার অশান্ত ও অস্থির হতে চলেছে।
প্রদীপ রায় তথা জয়াসেন গুপ্তা এমপির অনুসারীদের কর্মসূচি- (১) মন্ত্রীর সফর বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সোহেল আহমেদ ছইল মিয়া (২) জগদল বিক্ষোভ মিছিল ও (৩) উদ্বোধনের দিন কালো পতাকা মিছিল!
এমপি বলয়ের সংবাদ সম্মেলনে এডভোকেট ছইল মিয়া বলেন মিজানুর রহমান বিএনপির লোক, তারেক জিয়ার সহযোগীর আমন্ত্রণে স্থানীয় এমপি ও আওয়ামী লীগ কে পাস কাটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন মন্ত্রী এমএ মান্নান আসছেন, এই সফর বাতিল করতে আমরা আহ্বান জানাই।
২০ তারিখের সফর পুনঃ বিবেচনা না করলে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, যুবলীগ সভাপতি রঞ্জন রায় সহ দিরাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা স্পষ্ট বক্তব্য বিবৃতি দিচ্ছেন উন্নয়নের পক্ষে দিরাই’র জনগণ ও দলীয় নেতাকর্মী সমর্থকরা সবাই একাট্টা, ২০ ফেব্রুয়ারী মাননীয় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট
সহ উন্নয়নের সহযোগীদের স্বাগত জানানোর জন্য জনগণ উন্মুখ হয়ে আছেন। উন্নয়ন বিরোধীদের জনগণ প্রত্যাখ্যান করবে।
মন্ত্রীর আগমনের মাধ্যমে অবহেলিত দিরাই’র উন্নয়নের দ্বার খুলে যাবে।
যেকোনো মূল্যে জগদল হাসপাতালের উদ্বোধন সফল করতে নেতাকর্মী সহ এলাকাবাসী প্রস্তত।