প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২১ , ১:৩৭:১৯ অনলাইন সংস্করণ
শাল্লা প্রতিনিধিঃ শাল্লায় জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকা প্রদান কর্মসূচি বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেন। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, আটগাও ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিধান চৌধুরী, শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান জামান চৌধুরী(ফুল মিয়া), শাল্লা থানার এসআই আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত মো. আরিফুর রহমান। অবহিতকরণ সভায় উপজেলার ৪ টি ইউনিয়নের এএইচআই/ইপিআই উপস্থিত ছিলেন। বক্তারা জানান, আগামী ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচদিন সকাল সাড়ে ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাল্লা উপজেলার ৪ টি ইউনিয়নে ভাসমান ও গৃহপালিত কুকুরকে টিকাপ্রদান করা হবে। প্রতি ইউনিয়নে ৪টি করে মোট ১৬টিম কুকুরের টিকাপ্রদান কার্যক্রম পরিচালনা করবেন। প্রতিটি টিমে সদস্য থাকবেন ৫ জন করে। টিকাপ্রদান কর্মসূচি চলাকালে কেউ চাইলে তার পোষা বিড়ালকেও এই টিকা দিতে পারবে। কুকুর কামড়ালে ভালো করে ক্ষতস্থান সাবান দিয়ে ধৌত করে দ্রুত হাসপাতাল বা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গিয়ে ভ্যাক্সিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে সভায়।