• গ্রেফতার/আটক

    সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে রোহিঙ্গা নারীসহ আটক ৪

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২১ , ৮:৫১:০৮ অনলাইন সংস্করণ

    কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বাগলী শুল্ক স্টেশন এলাকা থেকে ২ রোহিঙ্গা নারীসহ ৪ জনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
    মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশীসহ তাদের আটক করা হয়। স্থানীয়রা জানান, ভুয়া জন্ম ও নাগরিক সনদ তৈরি করে, তিন বছর আগে ফারুক নামে এক বাংলাদেশী নাগরিক সুফায়রা নামে এক রোহিঙ্গা শরণার্থী নারীকে গোপনে বিয়ে করেন। ফারুকের বিয়ের ৬ মাস পরেই তার ছোট ভাই মোবারকের কাছে তার শ্যালিকা রুবিনাকে (রোহিঙ্গা) একই কায়দা অবলম্বন করে বিয়ে দেন।
    গত ১৫ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই দুই রোহিঙ্গা নারীর ভাইপো মোহাম্মদ শাফায়াত নামে এক রোহিঙ্গা শরণার্থী বাগলী এলাকায় আসলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে ওই রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ শাফায়াতকে জিজ্ঞাসাবাদ করে মূল ঘটনা জেনে তাকে আটকে রাখে স্থানীয়রা।
    পরে বিষয়টি তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদারকে অবগত করলে ট্যাকেরঘাট ফাঁড়ি থানার ইনচার্জ এএসআই আলাউদ্দিন ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেন।
    আটককৃতরা হলেন, তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বাগলী গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ফারুক, তার রোহিঙ্গা স্ত্রী সুফায়রা, ফারুকের ছোট ভাই মোবারক ও তার রোহিঙ্গা স্ত্রী রুবিনা এবং ওই দুই রোহিঙ্গা নারীর ভাইয়ের ছেলে মোহাম্মদ শাফায়াত।
    স্থানীয় সূত্র জানায়, ফারুকের ২ বছর বয়সী একটি ছেলে সন্তান ও মোবারকের ১ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
    ফারুক জানায়, রেজিস্ট্রেশন না করলেও স্থানীয় লোকজনের উপস্থিতিতেই তারা বিয়ে করেছেন। তারা বিয়ের ক্ষেত্রে আইনি কোনও বাধা বা নিষেধাজ্ঞা মানতে রাজি নন।
    এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content