• লিড

    দিরাই ফিমেল একাডেমিতে দরিদ্র মেয়েদের শিক্ষা ও উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ৩:০৮:০৭ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরসভাধীন এতিম ও হতদরিদ্র মেয়েদের শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যতিক্রমী প্রতিষ্ঠান বাংলাদেশ ফিমেইল একাডেমি দিরাই (BFA) এর উদ্যোগে আজ দুপুর ২ ঘটিকায় অসহায়, দরিদ্র মেয়েদের শিক্ষা ও উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    একাডেমির প্রিন্সিপাল নাজমা বেগমের সভাপতিত্বে ও ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জামিন চৌধুরীর সঞ্চালনায়
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।
    এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রবাসী মিন্টন চৌধুরী ও দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
    অতিথিবৃন্দ বিশিষ্ট সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা জামিল চৌধুরীর উদ্যোগে অসহায় ও দরিদ্র মেয়েদের নিরাপদ আশ্রয়, শিক্ষা ও চিকিৎসার দায়িত্ব পালনের জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশ ফিমেইল একাডেমির (BFA)
    কার্যক্রম দেখে ভূয়সী প্রশংসা করেন এবং সরকারি সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

    আরও খবর

    Sponsered content