• নির্বাচন

    তাড়ল ইউপি নির্বাচনে ইজদানী ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান

      প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২১ , ১:০৪:৪৮ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জের দিরাই উপজেলার ৮ নং তাড়ল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক তুখোড় ছাত্রদল নেতা ও দিরাই উপজেলা যুদলের সাবেক সদস্য আব্দুল্লাহ আল বাকি আজাদ ( ইজদানী)।

    তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পুত্র।

    আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দলীয় আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। উন্নয়ন বঞ্চিত তাড়ল ইউনিয়নের উন্নয়ন ভাবনা নিয়ে আলাপচারিতায় প্রতিবেদকের সাথে কথা প্রসঙে জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তাড়ল ইউনিয়ন থেকে ধানের শীষ প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি। সবসময় ইউনিয়ন বাসীর পাশে থেকে সাধারণ মানুষের কল্যাণেও কাজ করেছেন তিনি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সব সময় মানুষের সুখ দুঃখের সাথী হয়ে রয়েছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে ধানের শীষ প্রতিকের মনোনয়ন দিলে তাড়ল ইউনিয়ন বাসী আমাকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ। উন্নয়নের ধারা গতিশীল করতে হলে ধানের শীষ প্রতিকের বিকল্প নেই। তাই উন্নয়ন বঞ্চিত এলাকাবাসী আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে৷

    0Shares

    আরও খবর

    Sponsered content