প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২১ , ৯:০৮:৫৭ অনলাইন সংস্করণ
মোঃ নাঈম তালুকদার: আসন্ন করিমপুর ইউনিয়ন নির্বাচনে নৌকার কাণ্ডারী হতে চান সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান সিলেট জেলা যুবলীগ নেতা রেদোয়ান মাহমুদ চৌধুরী। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে করিমপুর ইউনিয়নে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আলোচনা ওঠে আসছেন তরুণ এই রাজনৈতিক ও সমাজসেবক।
করিমপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হয়ে জনসেবায় ভূমিকা রাখছেন তিনি।
নির্বাচনী মাঠে নতুন মুখ হলেও এলাকায় এবং আওয়ামী রাজনীতিতে তিনি সবার পরিচিত মানুষ।
সিলেটের মাটিতে এলাকার যে কোন মানুষ সমস্যায় পড়লে তিনি সাহায্য সহযোগীতায় এগিয়ে আসেন।
করিমপুর ইউনিয়নে সকল শ্রেনী পেশার মানুষের পরিচিত রেদোয়ান মাহমুদ চৌধুরী এবার নৌকার কাণ্ডারী হতে চান।
তিনি বিশ্বাস করেন ব্যক্তিগত সহযোগিতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যা সমাধান করা যায়না, তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়নে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছেন তিনি।
এলাকার উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে নেমেছেন রেদোয়ান মাহমুদ চৌধুরী।
দৈনিক ভাটি বাংলা ডটকম কে রেদোয়ান মাহমুদ চৌধুরী বলেন-
নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ইউনিয়ন গঠন করতে চান তিনি। একইসাথে মাদক, সন্ত্রাস ও দুর্ণীতি প্রতিরোধসহ জনসচেতনতামুলক কর্মসুচি গ্রহন করতে চান তিনি।
এছাড়াও তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজনীতি করছি। আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত।
আমার বড় ভাই সুপ্রিম কোর্টের আইনজীবী ও আওয়ামী আইনজীবী পরিষদ নেতা এডভোকেট আব্দুল মোনেম চৌধুরী ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত এখনো সক্রিয় রয়েছেন।
দল আমাকে নৌকা প্রতীক দিলে আমি করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।
রেদোয়ান মাহমুদ চৌধুরী বলেন-
আমি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব মতিউর রহমানের নেতৃত্বে মুজিব আদর্শের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
আমার নেতা আলহাজ্ব মতিউর রহমানের নিদের্শে আমি অবহেলিত করিমপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই।