প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২১ , ১২:৫৬:০৭ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের ভূমি ও ঘর প্রাপ্তির লক্ষে আবেদনকারীদের আবেদন পর্যবেক্ষণ ও সাক্ষাৎকার নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত।
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীনদের ভূমি ও ঘর প্রদান করা হচ্ছে। সারা দেশের ন্যায় ইতিমধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘুংগিয়ার গাঁও গ্রাম এলাকায় ২৫ টি পরিবারকে আনুষ্ঠানিক ভাবে ভূমি ও ঘর প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অত্র ইউনিয়ন এর বালিকান্দী মোকামপাড়া এলাকায় ভূমিহীনদের মধ্যে ভূমি ও ঘর প্রদান করা হবে। এজন্য অনেকেই আবেদন করেছেন। এই আবেদনকারীদের সাক্ষাৎকার ও আবেদন বাছাই কার্যক্রমের প্রাথমিক ধাপ আজ ৩১ শে জানুয়ারী রোজ রবিবার ইউনিয়ন ভূমি অফিস কলকলিয়া কার্যালয়ে সম্পন্ন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্টেট মোঃ ইয়াসির আরাফাত।
এ সময় উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ তারা মিয়া ও কলকলিয়া ইউনিয়ন ভূমি অফিস এর উপসহকারী কমিশনার মোঃ নাজমুল হুদা।
এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নির্বাহী ম্যাজিস্টেট মোঃ ইয়াসির আরাফাত বলেন, ভূমি ও ঘর প্রাপ্তির জন্য কারো শরানাপন্ন হয়ে টাকা -পয়সা দিয়ে প্রতারিত হবেননা। সটিক ভূমিহীনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাবেন। কেউ যদি ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা – পয়সা চায় তাদের নাম-ঠিকানা যানাবেন। এমন প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।