• সম্পাদকীয়

    মোবাইল ও আইসিটি ব্যবহারে সুনামগঞ্জে নারীরা সবচেয়ে পিছিয়ে

      প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০১৯ , ৯:৪৮:১৫ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ মোবাইল ফোন ব্যবহারে সারাদেশের চাইতে পিছিয়ে রয়েছেন সিলেটের নারীরা।
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দক্ষতায়ও পিছিয়ে রয়েছেন প্রবাসীবহুল এই অঞ্চলের নারীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের এক জরিপে দেখা গেছে এমন চিত্র। সিলেট-কে ডিজিটাল বিভাগ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিভাগীয় প্রশাসন।
    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ চলিত বছর দেশজুড়ে “মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে” করে।
    এই জরিপের খসড়া প্রতিবেদনে দেখা গেছে, সারা দেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মধ্যে ৭১.৪% নিজস্ব মোবাইল ফোন ব্যবহার করছেন। তবে সিলেটে এই সংখ্যা মাত্র ৫৮.২%। যা দেশের অন্যান্য বিভাগের তুলনায় সবচেয়ে কম।
    সিলেট বিভাগের এই ৫৮.২% এর মধ্যে হবিগঞ্জের ৬৩.০%, মৌলভীবাজারে ৬১.৭%, সুনামগঞ্জে ৫২.৮% ও সিলেট জেলায় ৫৭.৮% নারী মোবাইল ফোন ব্যবহার করছেন।
    এই জরিপ থেকে আরও জানা যায়, সারা দেশে আইসিটি দক্ষতা আছে ২.৩% নারীর। এর মধ্যে সিলেটের ১.১% নারীর আইসিটি দক্ষতা রয়েছে। এদিকেও সারাদেশে সবচেয়ে পিছিয়ে রয়েছেন সিলেটের নারীরা।
    সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জের ০.৪%, মৌলভীবাজারে ১.০%, সুনামগঞ্জে ০.২% ও সিলেট জেলায় ২.০% নারীর আইসিটি দক্ষতা রয়েছে।

    আরও খবর

    Sponsered content