• লিড

    দিরাইয়ে দুর্ধর্ষ খুনী দিলহক সহ দুইজন গ্রেফতার

      প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২১ , ৯:০১:২০ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মুধুরাপুর গ্রামের অসহায় জেলে নুর মোহাম্মদ হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।

    মঙ্গলবার দুপুর ২টায় দিরাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার ওসি আশরাফুল ইসলামের দিকনির্দেশনায় এসআই আজিজের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ জামালগঞ্জ থানার মল্লিকপুর গ্রামে গোপন বৈঠক থেকে দিলহক, দেলোয়ার ও জাহেদুল ইসলামকে গ্রেফতার করে ।

    এব্যাপারে দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম গ্রেফতারের সতত্যা নিশ্চিত করে বলেন,আমরা নুর মোহাম্মদ হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছি। কাল আদালতে সোপর্দ করা হবে৷
    উল্লেখ্য :- দিরাই উপজেলার ভাটিপাড়া
    ইউনিয়নের মুধুরাপুর বাজারে অসহায় জেলে ১৩/১০/২০২০ ইংরেজি সকাল সাড়ে ৭ টায় জীবিকাহ নির্বাহের তাগিদে মাছ বিক্রয় করিতে এসে মাছের দর দাম নিয়ে দিলহকের সাথে কথা কাটা-কাটি হলে দিলহকের লোকজন তাকে হত্যা করে।
    এদিকে নুর মোহাম্মদ হত্যা মামলার তিন আসামী দিলহক, দেলোয়ার, ও জায়েদুলকে গ্রেফতার করায় নিহত নুর মোহাম্মদের পরিবার কিছুটা স্বস্তি পেয়ে দিরাই থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। নিহত নুর মোহাম্মদের ভাই নূর জালাল জানান, আসামীগণ আমাদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করার লক্ষ্যে একটি গোপন বৈঠকের আয়োজন করেছিলো। দিরাই থানা পুলিশ যদি আজ ওদেরকে গ্রেফতার না করতেন তাহলে আমরা বিরাট একটা ঝামেলার সম্মূখীন হতাম।

    আরও খবর

    Sponsered content