প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২১ , ৪:৫২:৪৩ অনলাইন সংস্করণ
মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ সারাদেশে একযোগে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রায় ৭০,০০০/- গৃহহীন ও ভুমিহীন পরিবারের মাঝে তাদের বসবাসের জন্য একান্ত সরকারি খরচে বাড়ী তৈরী করে দিয়েছেন। গত শনিবার প্রধান মন্ত্রী গণভবন থেকে এক ভিডিও বার্তাতে জানান, তিনি গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারদের জন্য এ-ই উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে আনন্দিত এবং জীবনের অন্যতম একটি সফলতাও বটে। এছাড়াও তিনি আরো জানান, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল প্রতিটি মানুষকে গৃহের মালিক করা। যা তার পিতা সর্বদাই ভাবতেন এবং তিনি নিজের পরিবারের চাইতে গরীব ও খেটে খাওয়া মানুষদের কথা সর্বদাই চিন্তা করতেন।
এদিকে বর্তমান সরকার সেই লক্ষকে সামনে রেখে হাজার হাজার মানুষের জন্য সরকারি খরচে এমন মহৎ উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। এই একই লক্ষে চাঁদপুরের আট উপজেলায় ১১৫ টি পরিবার একই সাথে ২ শতাংশ ভুমি ও আধাপাকা গৃহের দলিল ও দখল বুজে পান। যা অসহায় মানুষদের সঠিক ভাবে বুজে পেতে প্রতিটি উপজেলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে চাঁদপুর জেলা পরিষদেও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের উপস্থিতিতে জেলা পরিষদের সম্মেলন কক্ষে সদর উপজেলা পরিষদের এ-ই অনুষ্ঠান পালিত হয়।
এদিকে এই সুযোগ মতলব দক্ষিনে প্রায় ৭০ টিকে পরিবার লাভ করেন। গত কয়েকদিন আগে দেখা যায় মতলব সাবরেজিস্ট্রার অফিসে গৃহহীনদের দলিল সম্পাদন করে তাদের সম্পত্তি বুজিয়ে দেয়া হয়। এসময় তাদের মধ্যে বিরাজ করে একটি আশার ছায়া। তাদের মধ্যে অনেকের কাছ থেকেই প্রশ্ন করে যানা যায়, তাদের কোন টাকা পয়সার খরচ লাগেনি এমনকি তাদের মনেও আনন্দের ঢেউ বইছে যা প্রকাশ হয় তাদের কথার মাধ্যমে। তারা প্রধান মন্ত্রীর দীর্ঘায়ু ও নেক হায়াৎ কামনা করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের জন্য মাগফেরাত কামনা করেন