প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২১ , ১০:৫০:০২ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্ক।। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির পরিচিতি সভা, শপথ গ্রহণ, কার্ড বিতরণ এবং অসহায় হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরনণ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট নগরীর তেমূখীতে জেলা সভাপতি আব্দুস ছুবহান সানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুলাল মিয়া।
বিশেষ অতিথি দক্ষিন সুরমা ডিগ্রি কলেজের প্রফেসর শামসুল ইসলাম খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ চৌধুরী, জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফয়জুর রহমান ফয়েজ, ফয়সাল আহমদ, সিরাজুল ইসলাম, শহীদ মিয়া, ওয়ারিছ আলী, সাহাবুদ্দীন আহমদ সাবু, নিয়াজ খান, সৈয়দ মাহতাব হোসেন খালেদসহ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা ও উপজেলা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান দুলাল মিয়া সিলেট জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফয়জুর রহমান ফয়েজকে সাধারণ সম্পাদক ও বিগত দুই মেয়াদের সভাপতি আব্দুস ছোবহান ছানীকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করেন।
পরে কেন্দ্রীয় কমিটির সভাপতি দুলাল মিয়া বিশ্বনাথ, ওসমানীনগর, ও বালাগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটি অনুমোদন ও পরিচিতি পর্ব সম্পন্ন করেন।