প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২১ , ৪:৩৩:৩২ অনলাইন সংস্করণ
শাল্লা উপজেলা প্রতিনিধি।। সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায় হাসান হাফিজুর রহমান এর স্ট্যাটাস দিয়ে ১৬ সদস্য নিয়ে পদ ত্যাগ আলোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! শাল্লায় চায়ের টেবিলে ঝড় তুলেছে ২১ সদস্যের মধ্যে ১৬ জনের পদত্যাগ।
নিম্নে উনার স্ট্যাটাস হুবহু পাঠকের জন্য তুলে ধরা হলো।
অযোগ্য, অছাত্র, বিবাহিতদের দিয়ে শাল্লা-উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে যেটা ছাত্রদলের গঠনতন্ত্রের পরিপন্থী এবং নিয়ম বহির্ভূত। সে জন্য গঠনতন্ত্রের প্রতি সস্মান জানিয়ে ১৬ জন সহযোদ্ধার সর্বসম্মতিক্রমে ভুঁইফোঁড়, তলাবিহীন আহবায়ক কমিটি থেকে স্ব-ইচ্ছায় স্ব-জ্ঞানে প্রদত্যাগ করিলাম!
প্রসঙ্গতঃ সুনামগঞ্জ জেলা ছাত্রদল জেলার ৩২ টি ইউনিটের কমিটি ঘোষণার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় ছাত্রদল নেতা কর্মীদের মধ্যে। কমিটি প্রকাশের সাথে সাথে নিজ ফেসবুক ওয়ালের সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগকে দিরাই উপজেলা ছাত্রদলের সর্বশেষ যুগ্ম আহ্বায়ক করায় তিনি পদত্যাগের ঘোষণা দেন। এর পর থেকে শুরু হয় গণ পদত্যাগ। তারই ধারাবাহিতকায় শাল্লা উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের ১৬ সদস্য পদত্যাগ করেন।
শাল্লা উপজেলা ছাত্রদলের পদত্যাগকারীরা হলেন, যুগ্ম আহ্বায়ক, মোঃ হাফিজুর রহমান, আশিকুর রহমান, মারুফ হাসান ডালিম, জুবেদ আলম, শহীদ মিয়া, রুমান মিয়া, রিয়ান মিয়া, শওকত হোসেন হাজিরুল ইসলাম, সদস্য পাবেল মিয়া, শামীম আহমদ, দেলোয়ার হোসেন, রাব্বুল হোসেন, সাগর আহমদ, মনু মিয়া, মাসুম বিল্লাহ প্রমূখ।
এ কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব পদত্যাগ করেননি। ছাত্রদল নেতারা জানান, আহ্বায়ক দিরাইর এক লন্ডনী এবং সদস্য সচিব শাল্লার এক লন্ডনীর মনোনীত তাই তারা লন্ডনের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নেবেন।
বিএনপির মহাসচিব বরাবরে পদত্যাগ পত্রে তারা উল্লেখ করেন, যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া ও হৃদয় মিয়া বিবাহীত। প্রকৃতপক্ষে ত্যাগী, মামলা হামলায় জর্জরিত ছাত্রদল কর্মীদের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। তাই নিরুপায় হয়ে আমরা এ কমিটি থেকে পদত্যাগ করলাম।
জেলা কমিটির কাছে পদত্যাগ পত্র জমা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে শাল্লা উপজেলা ছাত্রদল নেতা হাফিজুর রহমান জানান, আজ কালের মধ্যেই আমরা সুনামগঞ্জ গিয়ে জমা দিয়ে আসবো।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক জানান, শুনছি গতকাল রাতে শাল্লা উপজেলা ছাত্রদলের ১৬ জন পদত্যাগ করেছে। পদত্যাগের কপি মহাসচিব বরাবর দেওয়া হবে।
ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি/সম্পাদক বরাবর এককপি দেওয়া হবে এবং আরেক কপি জেলা ছাত্রদল বরাবর দেওয়া হবে।