প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২১ , ৩:২১:২৬ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্ক।। দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে তীর শিলং(জুয়া) এর এজেন্ট সহ ০৪ জন গ্রেফতার করা হয়েছে।
১৮/০১/২০২১খ্রি: তারিখ রাত অনুমান ২১:৪৫ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই উম্মরকবুল মিলন মিয়ার মার্কেটের জুবায়ের এর দোকানে কতিপয় জুয়ারী টাকা দিয়া মোবাইলের মাধ্যমে জুয়া খেলিতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া এএসআই(নি:):)/বকুল আহম্মেদ সঙ্গীয় অফিসার এসআই(নি:)/মো: নূরে আলম সিদ্দিক, এএসআই/সুবির চন্দ্র দেব এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১। সুয়েদ আহমদ (২৪), পিতা-মতিন মিয়া, সাং-দক্ষিণ ভার্থখলা, বাসা নং-২০,ব্লক-ডি, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। জোবায়ের আহমদ (২১), পিতা-কালা মিয়া, সাং-খোজারখলা, বাসা নং-১২৭, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। জামাল মিয়া (২২), পিতা-মৃত শাহেদ মিয়া, সাং-শাহরাস্তি, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর, বর্তমানে-লাউয়াই উম্মরকবুল, মিলন মিয়ার কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৪। মো: শাকিল মিয়া (১৯), পিতা-আপন মিয়া, সাং-জগন্নাথপুর, থানা-খালিয়াজুড়ি, জেলা-নেত্রকোনা, বর্তমানে- উম্মরকবুল, মিলন মিয়ার কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা- সিলেট’দেরকে তীর শিলং(জুয়া) খেলারত অবস্থায় আটক করেন। তল্লাশি কালে (ক) ০১টি স্যামপনি এন্ড্রয়েড মোবাইল সেট, যাহার মডেল নং-১৯৭, ব্যবহ্নত সিম নং-০১৭৮৮-৪৩২৭৭৫, যাহাতে ব্যবহ্নত WhatsApp এর মাধ্যমে ভারতীয় শিলং তীর খেলার মেসেজ আদান-প্রদান করিত। (খ) ০১টি নকিয়া বাটন ওয়ালা মোবাইল সেট, যাহার মডেল নং-Ta-1203, সিম নং- ০১৭১৫-৩০৮৩৭৩, (গ) ০১টি সাদা কাগজে শিলং তীর জুয়া খেলার বিভিন্ন নাম্বার লিখা আছে এবং কয়েকটি টুকরো কাগজে শিলং তীর খেলার নাম্বার লিখা আছে। (ঘ) ০১টি রেডমি এন্ড্রোয়েড মোবাইল সেট, যাহার মডেল নং-MI810F6LG, সিম নং-০১৭৪৬-৬৩০৪১১ ও ০১৬৪৫-৬০৭২৩৮, উক্ত মোবাইলের WhatsApp এর মাধ্যমে ভারতীয় তীর খেলার মেসেজ আদান-প্রদান করা হতো। (ঙ) ০১টি MI এন্ড্রোয়েড মোবাইল সেট, যাহার মডেল নং-MDG1,সিম নং-০১৭৫৩-৮১৯২৩৫ ও ০১৯১৫-১৪৫৭৭৩, উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মূখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে ১৮/০১/২০২১খ্রিঃ তারিখ রাত ২২:২০ ঘটিকায় এসআই(নি:)/মো: নূরে আলম সিদ্দিক জব্দ তালিকা মূলে জব্দ করেন। আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৭, তারিখ-১৮/০১/২০২১খ্রিঃ ধারা- ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা রুজু করা হয়।