প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২১ , ১:৩০:০৭ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর ” হবিবপুর আমার জন্মস্থান ” নামক সংগঠন কর্তৃক পরিচালিত কম্পিউটার স্কিল ডেভলপমেন্ট প্রজেক্ট (CSDP) কেন্দ্র পরিদর্শন করেছেন পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মতিন লাকী।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর সদরস্থ ” হবিবপুর আমার জন্মস্থান ” সামাজিক সংগঠন কর্তৃক পরিচালিত আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়স্থ
কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট কেন্দ্র ও হবিবপুর আলিয়া মাদ্রাসা পয়েন্টসৃথ কুটির শিল্প প্রজেক্ট (CSDP) কেন্দ্র ১৯ শে জানুয়ারী রোজ মঙ্গলবার বিকালে পরিদর্শন করেছেন সংগঠন এর পরিচালক জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রাম নিবাসী বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মতিন লাকী।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত প্রজেক্ট এর শিক্ষক শাহ্ মোঃ শরীফ,মোঃ আনহার মিয়া,মোঃ আবুল হাসনাত ও জাকারিয়া আহমদ টিপু সহ আর অনেকে।
এ ব্যাপারে প্রজেক্ট পরিচালক বলেন, কম্পিউটার স্কিল ডেভলপমেন্ট প্রজেক্ট(CSDP) কিংবা ELLP এর মাধ্যমে আমরা গ্রামের যুবসমাজকে মোটামুটি
আমাদের সাথে সম্পৃক্ত করতে পারলেও আমাদের সমাজের বিশাল একটি অংশ এখনো অগোচরে রয়েছেন ।হ্যা বলছিলাম আমাদের গ্রামের মহিলা,মা, বোনদের কথা তাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষে আমারা শুরু করতে যাচ্ছি কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম Handicrafts Learning and Development projects ( HLDP) অতি শীঘ্রই শুরু করতে যাচ্ছি।তাই বরাবরের মত এবারও আমরা একটি সেমিনার আয়োজন করছি।আর সেমিনারটি আমাদের গ্রামের সর্বস্থরের মহিলাদের জন্য উন্মুক্ত রয়েছে । আগামী ২২ শে জানুয়ারী রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর শহরস্থ সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় এর হলরুমে কুটির শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।
কুটির শিল্প বা সেমিনার বিষয়ক অনান্য তথ্যের জন্য
শাহ শরিফঃ +8801727929389, আবুল হাসনাত তাসকিনঃ+8801718489129 মোবাইল নাম্বারে যোগাযোগ করা যাবে।